নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মদতেই নেপালের সাতটি জেলার অনেকটা অংশ দখল করেছে চীন। এবার নেপালের শাসকদলের ভেতরেই এমন অভিযোগ উঠতে শুরু করেছে। খবর ভয়েস অব আমেরিকা’র।
এ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও চীনের এই আগ্রাসনে নেপাল কমিউনিস্ট পার্টির বেশিরভাগ শীর্ষ নেতাই যে অসন্তুষ্ট তা বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চীন সীমান্তে অবস্থিত নেপালের সাতটি জেলার অনেকটা অংশ দখল করার পর আরও এগিয়ে আসছে চীন। পরিস্থিতি এমন জায়গা গিয়েছে যে বিশ্বের কাছে নেপালই আজ ড্রাগনের আগ্রাসনের সব থেকে বড় উদাহরণে পরিণত হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হলেও নিজের ক্ষমতা ধরে রাখার জন্য জিনপিং প্রশাসনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয় সংবাদ মাধ্যম ব্যাখ্যা করছে।