ক্রীড়া ডেস্ক:

ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখালো বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী ফুটবলে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা।

আজ সোমবার (১৯শে সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় শুরু হয় শিরোপা জয়ের লড়াই।

প্রথম মিনিটেই মারিয়া মান্দার দূরপাল্লার শট নেপালের গোলকিপার শুয়ে পড়ে আটকান। ১০ মিনিটের মাথায় চোট পেয়ে সিরাত জাহান স্বপ্না মাঠ ছাড়েন। তার জায়গায় মাঠে নামেন শামসুন্নাহার জুনিয়র। চার মিনিট পর তার গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্তে মনিকা চাকমার ক্রসে শামসুন্নার জুনিয়রের দারুণ প্লেসিং জড়িয়ে যায় জালে। এসময় গ্যালারিতে থাকা নেপালি দর্শকরা স্তব্ধ হয়ে যান।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে স্বাগতিক নেপাল। তবে উল্টো একটি গোল হজম করতে হয়। কৃষ্ণা রানী সরকার গোল দিলে ম্যাচে বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। শেষ পর্যন্ত ৭০ মিনিটে একটি গোল পরিশোধ করতে সক্ষম হয় নেপাল। আনিতার দারুণ এক শট জড়িয়ে যায় বাংলাদেশের জালে।

তবে, আক্রমণ থামায়নি লাল-সবুজের মেয়েরা। আরও গোলের ক্ষুধা নিয়ে খেলতে থাকে। খুব বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ৭৭তম মিনিটেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। কৃষ্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলের ব্যবধানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে