কলকাতা প্রতিনিধি:

সরকারি অনুষ্ঠানে বিজেপি সমর্থকরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জ্ঞাপনের জায়গায় হঠাৎই বলে ওঠেন জয় শ্রীরাম ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করার সময় ঘটে এই অপ্রীতিকর ঘটনা।

গত ২৩শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠিত হয় নেতাজিকে ঘিরে এক সাংস্কৃতিক ও তাৎপর্যপূর্ণ পরা পরাক্রম দিবস উদযাপন অনুষ্ঠান। সেখানেই হয় এই লজ্জাজনক ঘটনা। রাজ্য রাজনীতিতে এই নিয়ে নানান রকম মতামত বিভিন্ন দল থেকে রাজনৈতিক নেতারা পেশ করেছেন। আর তাই আজ কলকাতা প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতির (ওয়েবকুপা) উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা। পরাক্রম দিবস পালন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করে এহেন ব্যবহারের কারণে মাননীয়া মুখ্যমন্ত্রী বক্তৃতা স্থগিত রাখতে বাধ্য হন। সেই সঙ্গে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু অপমান হয়েছে বলে মনে করেন।এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রতিবাদে সামিল হওয়ার উদ্দেশ্যেই আজ এই প্রতিবাদ সভা আয়োজন করে পশ্চিমবঙ্গ ওয়েবকুপা কর্তৃপক্ষ।

ওয়েবকুপা সভানেত্রী কৃষ্ণকলি বসু বলেন “জয় শ্রীরাম” শব্দে কোন অসুবিধা নেই কিন্তু কেন্দ্রীয় প্রশাসনিক অনুষ্ঠানে যে অশোভন ও উশৃঙ্খল ভাবে বিজেপি অনুগামী অতিথিদের একাংশ ‘জয় শ্রীরাম’ ধ্বনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শুরুতে দেয় তাতে শুধুমাত্র রাজ‍্যের প্রশাসনিক প্রধানের অবমাননাই করা হয়নি,  বাঙালি ও বাংলার সংস্কৃতিকে অপমান করা হয়েছে। তিনি আরো বলেন চূড়ান্ত অশোভ্য আচরণের মাধ‍্যমে এই শ্লোগান দিয়ে বিজেপি অনুগামীরা যুগাবতার রামচন্দ্র ও দেশনায়ক সুভাষচন্দ্রকে অপমান করেছেন।এজন্য আজ এই অশোভন, অনাকাঙ্ক্ষিত, ও নক্ক‍্যারজনক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অধ্যাপক সমিতি ওয়েবকুপা প্রেস কনফারেন্সের মাধ‍্যমে সংঘবদ্ধভাবে প্রতিবাদে সামিল হয়েছেন।

এই প্রতিবাদ সভায় সভানেত্রী ছাড়াও এবিষয়ে বক্তব্য রাখেন প্রবীন ও নবীন বেশ কয়েকজন অধ্যাপক,অধ‍্যাপিকা।

প্রতিবাদ সভামঞ্চে উপস্থিত ছিলেন অধ‍্যাপিকা কৃষ্ণকলি বসু,অধ্যাপক কোরক কান্তি চাকী, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক পৃথ্বীশ কুমার রায়,সুজয় চন্দ,অসীম মণ্ডল,রমেশ বর্মণ,শান্তি মণ্ডল,বিশিষ্ট কবি ও অধ্যাপক মহীতোষ গায়েন, দীপজ‍্যোতি কর,সুজয় মণ্ডল,সুশান্ত বিশ্বাস,রামানুজ গাঙ্গুলী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন শতাধিক অধ‍্যাপক, অধ‍্যাপিকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে