বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:

আজ (১০ জুন) বিকালে প্রায় তিন ঘন্টা ধরে ডায়মন্ডহারবার শহরে অচলাবস্থা সৃষ্টি হয়।ডায়মণ্ড হারবার এলাকার বাসুলডাঙ্গা, পঞ্চগ্ৰাম, মরুইবেড়িয়া, ষাটমণিষা, পারুলিয়া, চাঁদ নগর প্রভৃতি বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সংখ্যালঘু জনগণ নুপূর শর্মার গ্রেফতারের দাবিতে পুরো শহর অচল করে দেয়।

ডায়মণ্ড হারবার স্টেশন মোড়ে জমায়েতের ফলে ১১৭ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। বিকাল চারটা থেকে সমস্ত দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। বহু মানুষ চরম ভোগান্তির শিকার হন। স্টেশন মোড় অবরোধ করে বিভিন্ন ইমাম ও মোয়াজ্জেন নুপূর শর্মার গ্ৰেপ্তারের দাবিতে সরব হন। কেন্দ্র সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে নীরব দর্শকের ভূমিকা পালন করে। পরে পুলিশের রাপিড অ্যাকশন ফোর্স এসে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।


ডায়মণ্ড হারবার ছাড়াও এদিন জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়। দুপুর থেকে আমতলা ১১৭ নং জাতীয় সড়কের উপর ঘন্টার পর ঘন্টা টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারীরা রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মাওলানা সায়ফুল প্রমুখের নেতৃত্বে এই বিক্ষোভ আন্দোলন শুরু হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে