নীল সাগর
শ্রী রাজীব দত্ত
সাগর কিনারে আজ বড় একা
ঢেউগুলো আছড়ে পড়ছে পাথরের বুকে
বেদনা আর স্মৃতিগুলো কুরে কুরে খাচ্ছে এ মন
সব তেজ, রাগ মিশে গেছে এভাবেই ।
সমুদ্রের গর্জন
বাড়িয়ে চলেছে মন উচাটন ।
বহুদিন পর অশ্রু নয়নে
হয়তো একাকিত্বের বেদনার কারণে ।
সাগর কিছু নেয় না, দেয় সে সব ফিরায়ে
কোথায় চলে গেলে?
সে নিরবে বিদায় জানিয়ে ।
যদি আবার ডাকি, পড়ন্ত বিকেলে
আসবে কি অশরীরে ?
সেই মিলন নীল সাগর পাড়ে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে