অনুমতি না পেয়েও প্রটোকল ভেঙে হজ পালনের চেষ্টা করায় আটক ২৪৪ জনকে শাস্তি দেওয়া হয়েছে।
প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীমিত আকারে হজ্ব পালনের সীদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার। আর তাই এবার সর্বোচ্চ ১০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। আগেই জানানো হয়েছে, অনুমতি না থাকলে হজে যাওয়া যাবে না।
কেউ পবিত্র স্থানগুলোতে যাওয়ার চেষ্টা করলে কড়া শাস্তির আওতায় পড়বে সেই সতর্কতা দেয়া হয়েছে আগেই। তার পরেও অবৈধভাবে হজ পালনের চেষ্টা করছেন অনেকে।
গতকাল মঙ্গলবার হজ সিকিউরিটি ফোর্স ২৪৪ জনকে আটক করেছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা অনুমতি না পাওয়ার পরেও তারা প্রটোকল ভেঙে হজ পালনের চেষ্টা করছিলেন। প্রমাণ সাপেক্ষে আটক ২৪৪ জনকে শাস্তি দেওয়া হয়েছে।