রাজশাহী প্রতিনিধিঃছুরিকাঘাতে নিহত আদরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসীরা। আজ বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে পোস্টমডেম শেষে লাশ নিয়ে মহানগরীর ভেরি পাড়ার মোড়ে এসে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এসময় নিহতের স্বজনরা দাবি করেন মামলায় এজাহারে যাদের নাম দেয়া হয়েছে তারা কেউই আসামি নয় পুলিশ প্রকৃত আসামিকে আড়াল করার চেষ্টা করছেন। এ সময় তারা অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে মহানগরীর ভেরি পাড়ার মোড়ে বাকিতে পান-সিগারেট না পেয়ে রাজশাহী আদর (৩৮) নামে এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদর ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হান্নান বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- কেশবপুর এলাকার বাবর আলীর ছেলে বাপ্পা রাজ (২৮) ও একই এলাকার মৃত আতাহার হোসেনের ছেলে রফিকুল ইসলাম দর্পন (৪৫)।