স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের অ্যান্টিবডি টেস্টের অনুমোদন না থাকলেও সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তা করেছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

রবিবার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে ওই হাসপাতালে অভিযানে গিয়ে তাৎক্ষণিকভাবে তিনি এ তথ্য জানান।

সারওয়ার আলম বলেন, ‘করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমোদন না থাকলেও সাহাবুদ্দিন মেডিকেল কর্তৃপক্ষ তা করেছে। প্রতি টেস্টে টাকা নিয়েছে ৩ থেকে ১০ হাজার পর্যন্ত। এছাড়াও টেস্ট করাতে নিষেধাজ্ঞা থাকলেও তারা করোনা টেস্ট করছিলো।’

অভিযান চলাকালীন র‍্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘গুলশান-২ এ অবস্থিত সাহাবুদ্দিন হাসপাতালে অভিযান শুরু করেছি। বেশ কিছু অনিয়মের তথ্য আছে আমাদের কাছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

এ প্রতিবেদন লিখা পর্যন্ত বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালটিতে র‌্যাবের অভিযান চলছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে