নিষিদ্ধ পল্লী
কলমে – শ্রী রাজীব দত্ত
অন্ধকারের গভীর রাতে
রানি সাজে পতিতা,
সকলে অগোচরে নির্জনে,
নিষিদ্ধ পল্লীতে স্বপ্নভঙ্গ।
বার বার হেরে যায়
জীবনের বাজিতে,
শরীর বেচতে হয়!
ঝলসানো রংমাখা রাতে।
নতুন নতুন ভালোবাসা
সামান্য সময়ে,
প্রতিরাতে সাথী আসে,
সত্যি ভালোবাসার অভাবে।
বেচেঁ থাকা! শরীরী মূলধন,
সূর্য অস্তরাগে গোধূলির সন্ধ্যা,
হারিয়েছে শৈশব, কৈশোর, যৌবন,
ঠিকানা নিষিদ্ধ পল্লী,
কোনো চিলেকোঠা ঘর।
শুরুতেই শেষ হয়,
কত স্বপ্নভঙ্গ ঝড়।।