নির্বাক ভালোবাসা
আব্দুল কাদের প্রিয়
আকাশ থেকে যখন বৃষ্টি ঝড়েপরে মাটিতে,
আকাশ তখন হাসে শরীরে রদ্রুমেখে।
সে যে তাঁর সকল বেদনাগুলো ফেলে দিয়েছে।
মাটি তখন খুশি মনে আকাশের কষ্ট বেঁধে রাখে নিজের তলদেশে।
সে যে তাঁকে প্রচুর ভালোবাসে নির্বাক হৃদয় দিয়ে।
মাটি জানে,
তাঁর ভালোবাসাকে ছোঁয়ার আশা পূরন হবেনা এজীবনে।
তাইতো সে আকাশের কষ্ট আলিঙ্গন করে নিজের ভুবনে।
মাটি চিৎকার দিয়ে বলে উঠে,
আজ যে তাঁর ভালোবাসা তাকে উপহার দিয়েছে।
হোকনা সেইটা তাঁকে ভিজিয়ে।