জয় দিয়ে উয়েফা নেশনস লিগের এবারের আসর শুরু করেছে নেদারল্যান্ডস। পোল্যান্ডকে হারিয়ে আসরে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নিয়েছেন অভিষেক আসরের রানার্সআপরা।

গতকাল শুক্রবার আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।

এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছিল নেদারল্যান্ডস। বল দখলে রেখেছিল ম্যাচের ৬৪ ভাগ সময়। তবে আক্রমণে গিয়ে বেশ কয়েকবার গোল হাতছাড়া করেছে ডাচরা।

ম্যাচের ৬১তম মিনিটে জয়সূচক গোলটি পায় নেদার‍ল্যান্ডস। সতীর্থের ডান দিক থেকে বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে প্রথম ছোঁয়াতেই জালে পাঠান জানুয়ারিতে টটেনহ্যাম হটস্পারে নাম লেখানো উইঙ্গার স্টেভেন।

এরপর আর গোলের দেখা না এলে ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

অন্যদিকে দিনের আরেক ম্যাচে ফ্লোরেন্সের স্টাদিও আর্তেমিও ফ্রাঞ্চিতে বসনিয়ার কাছে ধাক্কা খেয়েছে ইতালি। শুরুতে পিছিয়ে পড়ার পর বসনিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ম্যাচের ৫৭ মিনিটে এগিয়ে যায় বসনিয়া। কর্নার থেকে টনি সুনিচের হেডে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জালে পাঠান রোমার ফরোয়ার্ড জেকো। ১০ মিনিট পর সমতায় ফেরে ইতালি। বাঁ-দিক দিয়ে আক্রমণে ওঠা ইনসিনিয়ের কাটব্যাক ধরে ডি-বক্সে ঢুকে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলানের মিডফিল্ডার স্তেফানো সেন্সি। এরপর আর গোলের দেখা না পেলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে