নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সারাবিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।
আগামী ২৫শে জুন সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
সোমবার (৩০শে মে) সেনা সদরদপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘আর্মি সিলেকশন বোর্ড- ২০২২’ এর বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পদ্মাসেতু জাতির আত্মবিশ্বাস দৃঢ় করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সেতু যাতে না হতে পারে সেজন্য বারবার ষড়যন্ত্র হয়েছে। জনৈক ব্যক্তি পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনায় বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল।
শেখ হাসিনা বলেন, যে অর্থনৈতিক অগ্রগতি অর্জিত হয়েছে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করা হয়েছে, তা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।
সেনাবাহিনীর জাতি গঠনমূলক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই অবকাঠামো নির্মাণসহ দেশের সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছে। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ভূমিহীনদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, সারাদেশে কেউ ভূমিহীন এবং গৃহহীন থাকবে না। কারণ সরকার বিনামূল্যে জমি দিয়ে বাড়ি করে দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে নেতৃত্বের জন্য পেশাদারি দক্ষতা, উৎকর্ষ, সততা ও দেশপ্রেম সম্পন্ন কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। মনে রাখতে হবে, নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে পেশাদারভাবে দক্ষ নেতৃত্ব নির্বাচন করা সম্ভব এবং পদোন্নতির জন্য উচ্চ নৈতিক চরিত্রের ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন।
আজ (৩০শে মে, রোববার) এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তাঁর প্রেস সচিব ইহসানুল করিম এসব জানিয়েছেন।