নিখোঁজ
…… শাহরিন সুলতানা

আমি চাহি হারাতে
বহস্যের ধরাতে
ছুইব রবিরে
অতল গভীরে
সাগর সমুদ্দুর।

রাখালের সুরে
দূরে বহু দূরে
ভাবনার আভাস
আসিল বসন্ত বাতাস
কানন সুবাসে ভরপুর।

বইয়ের পাতায়
নিত্য কথায়
চাহনি মাঝে
সকাল সাঝে
হইব দিশেহারা।

দিন শেষে
কুলহীন সেজে
ছুটবে না কেউ ধরায়
খুঁজবে না তো আমায়
মা আমার ছাড়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে