আন্তর্জাতিক ডেস্ক :
নিউজিল্যান্ডের একটি বিপণী বিতানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে ছয় জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী।
নিউজিল্যান্ড পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে অকল্যান্ড শহরের নিউ লিনের লিনমল কাউন্টডাউন সুপার মার্কেটে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি শপিংমলে ঢুকে আচমকা ধারালো অস্ত্র দিয়ে লোকজনকে এলোপাতাড়ি কোপানো শুরু করেন। এসময় আতঙ্কিত ক্রেতারা ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে পুলিশের গুলিতে নিহত হন অস্ত্রধারী ওই ব্যক্তি।
এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা এবং ওই ব্যক্তি শ্রীলংকান নাগরিক, যিনি আগে থেকেই নজরদারিতে ছিলেন। হামলার মাত্র ষাট সেকেন্ডের মাথায় পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলেও জানান অডার্ন।
অজ্ঞাত ওই ব্যক্তি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠি আইএসের আদর্শে উদ্বুদ্ধ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি