নারী
শ্রী রাজীব দত্ত
আসলে কি  নাড়ীর টান ভাই
কখনো কি ভেবে দেখেছো তাই?
রক্তে-মাংসে গড়া স্নেহময়ী শরীরের কথা
সে যে স্নেহময়ী মা।
নারী দিবস উৎসবের আয়োজন
নাকি নারী সুরক্ষার প্রয়োজন।
অত্যাচার, ধর্ষণ চলেছে প্রতিনিয়ত
অন্যায়ের বিরুদ্ধে নারী পুরুষ গর্জে ওঠো।
সেদিন হয়তো ঘরের মেয়ে
নতুন আশা দেখবে
সমগ্র জাতি নতুন কিছু শিখবে।
হাত ধরো একে অপরের শক্ত করে
নারী জাতির উদ্দেশ্যে
সৃষ্টি যারা অঙ্গীকার
সেই নারী পূর্ণতা পাক এই সমাজের সাহায্যে।
যে  মা বোন বা প্রেমিকা তোমার প্রিয়
তারাও নারী
তাই সমগ্র নারী জাতিকে  সম্মানটুকু দিও।
আজ এই মহান দিনে এটাই হোক অঙ্গীকার
নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান অটুট থাক তোমার আমার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে