পর্তুগালের ওমেন্স ন্যাশনাল প্রমোশন কাপের ম্যাচ চলছিল রামোরিজ বি ক্লাব বনাম পাকোস ডি ফেরেইরা ক্লাবের মধ্যে। ম্যাচের ৪৮তম মিনিটের খেলার সময় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখেন রামোরিজ বি ক্লাবের কোচ জোয়েল অলিভিয়েরা ‘গরু’ বলে সম্বোধন করেন নারী রেফারি জোয়ানা রিতা আলভেস অলিভেইরাকে।
মুখের এই বাজে ব্যবহারকে নারী প্রতি ‘লিঙ্গ বৈষম্যমূলক আচরণ’ হিসেবে অভিহিত করে রামোরিজ বি দলের কোচ জোয়েল অলিভিয়েরাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল। সঙ্গে ২৪০০ ইউরো (২৬০০ ডলার) জরিমানাও করা হয়েছে। মার্কা জানিয়েছে এ খবর।
আলোচিত ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো ফেব্রুয়ারির তিন তারিখে। ওই ম্যাচটিতে রামোরিজ বি দলকে ২-০ গোলে হারিয়েছিলো প্যাকোস ডি পেরেইরা। তবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন জোয়েল অলিভিয়েরার বিপক্ষে শাস্তির ঘোষণাটি দেয় ২৮ মার্চ।
একটি পেনাল্টির নিয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন জোয়েল অলিভিয়েরা। তারা পেনাল্টির আবেদন জানালে রেফারি সেটা নাকচ করে দেন। এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়। শেষ পর্যন্ত রেফারি জোয়ানা রিতা আলভেস অলিভেইরা লাল কার্ড দেখান জোয়েলকে।
এরই প্রতিক্রিয়া স্বরূপ ক্ষুব্ধ হয়ে জোয়েল অলিভিয়েরা মন্তব্য করে বসেন, ‘তাহলে কি এটা পেনাল্টি নয়? তুমি জানো না তুমি এখানে কি করছো…? বাঁশি বাজাতে শিখো, গরু, তুমি এখানে এসেছো না জেনেই, বাড়ি যাও।’
এই মন্তব্যের জেরেই কোচকে ৬ মাসের নিষেধাজ্ঞার শাস্তি দিলো পিএফএফ-এর ডিসিপ্লিনারি কাউন্সিল। নিষেধাজ্ঞার রায় ঘোষণার সময় তারা বলেছে, ‘অভিযুক্তের প্রতি আরোপিত অভিযোগ মারাত্মক নিন্দনীয়। খুবই উঁচুস্তরের ইচ্ছাকৃত এবং অপরাধের মাত্রাতিরিক্ততা প্রকাশ পেয়েছে তার কথার মধ্যে। বিশেষ করে অভিযুক্ত ব্যক্তি যখন একটি নারী দলের কোচ, তাই তার একটি বিশেষ দায়িত্ব (…) রয়েছে, যেখানে স্পোর্টিং এথিক্স এবং থাকবে না কোনো শারীরিক ও মৌখিক সহিংসতার উপস্থিতি।’
পর্তুগাল ফুটবল ফেডারেশন এই কোচের মন্তব্যকে ‘লৈঙ্গিক কারণে ব্যক্তির মর্যাদার বিরুদ্ধে আপত্তিকর অভিব্যক্তি’ হিসেবে অভিহিত করেছে। যা তাদের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘণ।