মোঃআনোয়ার হোসেন, কাজিপুর প্রতিনিধি:
নারীঘটিত কারণেই খুনের শিকার হয়েছেন কাজিপুরের সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি গোপালপুর গ্রামের ভ্যানচালক হোসেন আলী। কাজীপুর থানা পুলিশের  জিজ্ঞাসাবাদে এ বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে।
এই ঘটনায় রবিবার বিকেলে নিহত হোসেন আলীর পুত্র মিলন মিয়া(২৭) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামী করে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামীরা হলেন রৌহাবাড়ী উত্তরপাড়ায় ভ্যানচালক আব্দুস সালাম, তার স্ত্রী রুবি খাতুন(৪৫)মেয়ে রাহা খাতুন(২৫)ও জেসমিন খাতুন(২৩)।এই ঘটনার পর থেকেই আব্দুস সালাম পলাতক রয়েছেন। পুলিশ বাকি তিনজনকে আটক করেছে।
থানায় দেয়া মামলা ও স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে আব্দুস সালামের শোবার ঘরে খুন হয় হোসেন আলী। কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান,‘ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্যই পাওয়া গেছে। তদন্তের খাতিরে এখনই সব বলা যাচ্ছে না। আজ( সোমবার) আটককৃতদের আদালতে তোলা হবে।’
এদিকে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, হোসেনের লাশ রবিবার সন্ধ্যায় দাফন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে