নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিও সংস্থার এক মাঠ কর্মকর্তাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে উপজেলার বারদি ইউনিয়নের মিছরিপাড়া এলাকায় হান্নান মিয়ার বাড়িতে এই হত্যাকান্ড ঘটে। নিহতের নাম সাজেদুর রহমান। তিনি টাঙ্গাইল জেলার মিরপুর এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাজেদুর রহমান গতকাল (রোববার) দুপুরে বারদি ইউনিয়নের মিছরিপাড়া এলাকায় সমিতির সদস্য হান্নান মিয়ার বাড়িতে কিস্তির টাকা আদায় করতে যান। এসময় হান্নানসহ বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয় এবং তারা সাজেদুরের উপর চড়াও হয়ে মারধর করেন। এক পর্যায়ে সাজেদুরকে গলাকেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সমিতির কিস্তির লেনদেনের কোন সমস্যা নিয়ে এ হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই বাড়ির মালিক হান্নানসহ অন্যান্য লোকজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে