নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলায় তিতাসের চার কর্মকর্তাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার ভোরে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জিসান আহমেদ আজ এ তথ্য জানান। তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- তিতাস গ্যাস নারায়ণগঞ্জের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সাময়িক বরখাস্তকৃত সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী (৩৪), সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার (৩২), কর্মী মো. ইসমাইল প্রধান (৪৯), সাহায্যকারী হানিফ মিয়া (৪৮), সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী (৫৮) ও সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী (৫৬)। এর আগে তাদের দায়িত্বে অবহেলাজনিত কারণে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণ ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। তার মধ্যে ৩২ জন মারা গেছেন। মসজিদে বিস্ফোরণের পর তিতাস গ্যাস ট্রন্সমিশন কোম্পানি একটি তদন্ত কমিটি গঠন করেছিল।