নারায়ণগঞ্জের ফতুল্লার বাড়ইভোগ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এ হামলা হয়। 

আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ায় বুলু ও হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আহতরা জানান, দীর্ঘদিন যাবত এলাকায় ফেরদৌস ও জাহিদ মাদক বিক্রি করে আসছে। রাতে মাদক বিক্রি করার সময় তারা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে দু’গ্রুপের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তো সংঘর্ষে রূপ নেয়। এ সময় ৫ জনকে কুপিয়ে জখমসহ উভয়পক্ষে ১৫ জন আহত হয়।

ঘটনার সত্যতা  স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীরা কেউ ছাড় পাবে না।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে