নারায়ণগঞ্জের ফতুল্লার বাড়ইভোগ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এ হামলা হয়।
আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ায় বুলু ও হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আহতরা জানান, দীর্ঘদিন যাবত এলাকায় ফেরদৌস ও জাহিদ মাদক বিক্রি করে আসছে। রাতে মাদক বিক্রি করার সময় তারা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে দু’গ্রুপের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তো সংঘর্ষে রূপ নেয়। এ সময় ৫ জনকে কুপিয়ে জখমসহ উভয়পক্ষে ১৫ জন আহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীরা কেউ ছাড় পাবে না।’