নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে সরকার গঠনে সফল হয়েছে আওয়ামী লীগ। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সব অপচেষ্টা শক্ত হাতে রুখে দিতে প্রতিশ্রতিবদ্ধ তার সরকার।

সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এসব বলেন তিনি। স্বাধীনতার সুফল জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের এই নিয়মিত বৈঠক। গণভবন থেকে বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের কল্যাণে সবাইকে কাজ করার নির্দেশ দিয়ে প্রতিটি ঘরে স্বাধীনতার সুফল পৌছে দেওয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন তিনি।

জাতির পিতাকে সপরিবারে হত্যার পর নানা বাধা পেরিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসতে পারার জন্য তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের কাছে তুলে ধরতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

জনগণ পাশে ছিল বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে সরকার সফল হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহবানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে