আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সিংড়া জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিমের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তিনি সিংড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে প্রায় ৩ বছর ডিজিএম পদে দায়িত্ব পালন করেছেন।
গতকাল সোমবার বেলা ১২ টায় নাটোরের সিংড়া জোনাল অফিস কার্যালয়ে ভিলেজ ইলেকট্রিশিয়ান এর উদ্যোগে ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম এর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংড়া ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি এইচ,এম,এ সোবাহানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ডিজিএম রেজাউল করিম, এজিএম (কম) মিজানুর রহমান, এরিয়া পরিচালক আব্দুল ওয়াদুদ (স্বপন), বাকিবিল্লাহ (ডিউ) জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, পাওয়ার কো-অর্ডিনেটর আশরাফুল ইসলাম, ইলেকট্রিশিয়ান সমিতির সাধারণ সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম সবাইকে ব্যক্তি স্বার্থ নয়, প্রতিষ্ঠানের স্বার্থ ও সুনাম রক্ষার জন্য নিবেদিত থাকার আহ্বাণ জানান।