নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে ৭ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত   হয়েছে। আজ (শনিবার) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গাজী অটোরাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, দুই জনের পরিচয় আপাতত পাওয়া গেছে। তারা ভাই-বোন। সাদিয়া (১২) ও কাউসার (১৮) সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন। তাদের মা ওই বাসেই ছিলেন এবং অক্ষত আছেন। তারা নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের কাওসার হোসেনের দুই সন্তান।

এ ঘটনায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে