নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফরমে মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রেল স্টেশন প্লাটফরমের দক্ষিণ পার্শ্বের ডাবতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রোববার সকালে পারবর্তীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেনটি (মালগাড়ি) নাটোর স্টেশন প্লাটফরম অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়েছে।’

নিহত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন। তাকে বেশ কিছু দিন ধরে তাকে স্টেশন এলাকায় চলাফেরা করতে দেখা যায় বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে