সিংড়া (নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।
২৯শে নভেম্বর উপজেলা বিএনপির আহবায়ক এড. মজিবুর রহমান মন্টু ও সদস্য সচিব দাউদার মাহমুদ সাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্র জানায়, ২০১০ সালে উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। পরবর্তী ৩ বছর পরে কমিটি গঠনের নিয়ম থাকলেও রাজনৈতিক বিভিন্ন সমস্যা ও দলীয় গ্রপিং থাকায় ১০ বছরেও তা সম্ভব হয়নি। ৩ বছরের জন্য গঠন হলেও ১০ বছর পর তা বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্ত করায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়েছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বিলম্ব না করে দ্রুত যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের ভিত্তিতে কমিটি গঠনের দাবি জানান তারা।
উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ জানান, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তমতে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই আহবায়ক কমিটি গঠন করা হবে।