মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম পর্যায়ে করোনা টিকাদান কর্মসূচীর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলামের শরীরে টিকা র প্রথম ডোজ পুশ করার মধ্য দিয়ে এই টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস,উপজেলা নির্বাহী অফিসার এস এম সামিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ রকিবুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা।