মসজিদের পাশে নাচের জন্য চিত্রনায়িকা মুনমুনকে উকিল নোটিশ প্রেরণ।
এতে উল্লেখ করা হয়েছে, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মসজিদের পাশে নাচ-গান পরিবেশনের জন্য মুনমুনকে ক্ষমা ও দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে ওই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে আরো উল্লেখ করা হয়, গত শুক্রবার চিত্রনায়িকা মুনমুনকে টাঙ্গাইলের সখিপুর পৌর এলাকার কিছু লোক পলাশতলী গ্রামে নৌকা ভ্রমণে নিয়ে যায়। ভ্রমণ শেষে ওই গ্রামের বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচেন নায়িকা মুনমুন। এই দৃশ্য উপস্থিত অনেকেই সেখান থেকে ফেসবুকে লাইভ করেন এবং তা ভাইরাল হয়ে যায়।
মুনমুনের এই নাচ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।