তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা:

ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষে ভারত সরকার স্বচ্ছ ভারত নামে এক নতুন কার্যক্রম সূচনা করেছে।

নমামি গঙ্গে এবং নেহরু যুব কেন্দ্র সংগঠনের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে চলছে স্বচ্ছ ভারত কর্মসূচী। যার মাধ্যমে ভারতকে স্বচ্ছ করার এক অভিনব প্রচেষ্টা মানুষের মধ্যে জাগিয়ে তুলতে নেহরু যুব কেন্দ্র ও নমামি গঙ্গে প্রকল্প ,ডায়মন্ড হারবার বদ্ধপরিকর। নেহরু যুব কেন্দ্র, ডায়মন্ড হারবার ও নমামি গঙ্গে প্রকল্পের সাথে যুক্ত যুব ও মহিলা সংগঠন গুলির সহযোগিতায়, জেলা যুব আধিকারিক অশোক সাহা ও নমামি গঙ্গের প্রকল্প আধিকারিক সুজিত ভান্ডারী ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমার বিভিন্ন গ্রামে এই কার্যক্রম শুরু করেছেন।

যার মাধ্যমে শুধুমাত্র আর্বজনা সংগ্রহ করা নয় আবর্জনা কমানোর একটা প্রবণতা বিশেষ ভাবে লক্ষ করা যাচ্ছে। নিজেদের সুস্থ রাখতে ও পরিবেশ সুন্দর করার লক্ষ্যে এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অভিযানে যোগদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে