টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপারের ব্যাংক ম্যানেজারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টায় নন্দীগ্রাম সার্কেল অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, সোনালী ব্যাংক লি. এর শাখা ব্যবস্থাপক মতিউর রহমান, অগ্রণী ব্যাংক লি. এর শাখা ব্যবস্থাপক ফারুকুল হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর শাখা ব্যবস্থাপক মাইনুল ইসলাম, রাকাব ধুন্দার শাখা ব্যবস্থাপক রেজাউল করিম ও রাকাব ভাটরা শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ। ব্যাংক ম্যানেজারদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে