টিপু সুলতান, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নন্দীগ্রাম ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ জুলাই) সকাল ১০ টায় ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী (বারেক)। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রহিম, পরিমল চন্দ্র সরকার, জিল্লুর রহমান, সোহাগ আলী, আল-আমিন, কোরবান আলী ও আফতাব আলী প্রমুখ। এই ইউনিয়নে ১ হাজার ৯৫ জন গরীব-দুস্থকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক বলেন, সরকারি বরাদ্দকৃত ভিজিএফ’র চাল যথারীতিভাবে গরীব-দুস্থদের মাঝে বিতরণ করেছি। আমরা যথাসম্ভব ইউনিয়নের হতদরিদ্র ও গরীব-দুস্থদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।