নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক তার চশমা প্রতীকে ভোট প্রার্থনায় গণসংযোগ করেন।
রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা বাজারে তিনি এ গণসংযোগ করেছে। গণসংযোগকালে তিনি বলেন, নন্দীগ্রাম ইউনিয়নে সন্ত্রাস, মাদকমুক্ত, বাল্যবিবাহ বন্ধ ও সার্বিক উন্নয়ন কাজ সফলভাবে বাস্তবায়নের মধ্যদিয়ে একটি আদর্শ ইউনিয়ন গড়তে চাই। এ লক্ষ্যনিয়ে এবারো ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। ইউনিয়নবাসী আমাকে ভালোবেসে দু’বার চেয়ারম্যান নির্বাচিত করেছে। এজন্য আমি ইউনিয়নবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। আশাকরি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ চশমা প্রতীকে ভোট দিয়ে পুনরায় আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে। আমিও নন্দীগ্রাম ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য সবসময় আন্তরিক রয়েছি এবং থাকবো ইনশাআল্লাহ।