টিপু সুলতান নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামের আব্দুল মান্নানের গভীর নলকূপ ঘরে জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার এসআই রেজাউল করিম, এসআই শাহ সুলতান ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন নামুইট গ্রামের জরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫৫), হারুনুর রশিদের ছেলে আকবর আলী (৪৬), আক্কাস আলীর ছেলে আব্দুল বারিক (৩৫), আব্দুর রহমানের ছেলে সোহরাব আলী (৪০), দিলবর হোসেনের ছেলে লোকমান আলী (৪৫), হযরত আলীর ছেলে জুয়েল আলী (২৫), ফজলুর রহমানের ছেলে আনিছুর রহমান (২৪) ও এলাহী হোসেনের ছেলে হাসান আলী (২২)।পরবর্তিতে আইনি প্রক্রিয়ায় তাদেরকে কোর্ট হাজতে প্রেরন করা হয় মর্মে নন্দীগ্রাম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে