টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে একরাতে ৭টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের মাঝগ্রামে জানা গেছে, গত সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১ টায় মাঝগ্রামের আব্দুল হামিদের ৪টি, মনসুর আলীর ২টি ও আব্দুল করিমের ১টি খড়ের পালায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল বাহিনী সেখানে গিয়ে ৩টি খড়ের পালার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।স্থানীয়রা বাকি ৪টি খড়ের পালার আগুন নিয়ন্ত্রণে এনেছে। ৭টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনায় লক্ষাধিক টাকা মূল্যের খড় আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এতে তাদের গোখাদ্যের সঙ্কট সৃষ্টি হয়েছে।স্থানীয়রা বলেছে, কেবা কাহারা শত্রুতামূলকভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নন্দীগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল ও নবনির্বাচিত কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জ্বল।আখতারুজ্জামান উজ্জ্বল বলেছে, যারা এ কাজটি করেছে তারা ঠিক করেনি। এটা একটা চরম অন্যায় এবং অমানবিক অপরাধ হিসেবে গণ্যকরা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে