টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে ৫ টি খড়ের পালায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, ৫ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে লুৎফর রহমান ও আজিবর রহমানের ৬০ বিঘা জমির খড়ের পালায় দৃর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগ করার ঘটনাটি আজিবর রহমানের ছেলে শাহিন আলম দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এরপর স্থানীয়রা ধাওয়া করে অগ্নিসংযোগকারী চাপিলাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আশরাফ আলী (৪৬) কে আটক করে। সে সময় একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রেজাউল করিম দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল বাহিনী দ্রুত সেখানে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষকে ফাঁসাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে আনুমাকি ১লাখ ৮০ হাজার টাকার খড় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার জানিয়েছে এ ঘটনায় থানায় এখনো মামলা দায়ের হয়নি। তবে বিষয়টি স্থানীয়ভাবে আপসের চেষ্টা চলছে।