টিপু সুলতান,নন্দীগ্রাম, বগুড়া :
বগুড়ার নন্দীগ্রামে ১৫০ পিস ইয়াবাসহ শামীম হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এএসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স ছদ্মবেশে ১২ই সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার
বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রাম থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম হোসেনকে গ্রেপ্তার করে।
সে চাপিলাপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এএসআই আবুল কালাম আজাদ জানিয়েছে, মাদক কারবারি শামীম হোসেন দীর্ঘদিন ধরে কৌশলে ধরা ছোঁয়ার বাইরে থেকে এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করতো। তাকে সহজে গ্রেপ্তার করা সম্ভব ছিল না। তাই কৌশল অবলম্বন করে ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ১৩ই সেপ্টেম্বর পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার এসআই তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।