টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে শাহাদত হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার দেওতা গ্রাম থেকে গ্রেফতার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এর আগে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে উপজেলার চণ্ডিপুর এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ।
নন্দীগ্রাম থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতার যুবক ও উদ্ধার করা স্কুলছাত্রীকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে