আশরাফুল ইসলাম সুমন (ক্রাইম রিপোর্টার):
বগুড়ার নন্দীগ্রামে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ উপেক্ষা করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যোগসাজশে জমজমাট ভাবে চলছে প্রাইভেট স্কুল ও কোচিং বাণিজ্য। আর এতে করে নিয়ম মানা শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
জানাগেছে, করোনা কালিন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও উপজেলার রণবাঘা কেজি একাডেমী সরকারী নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীদের শ্রেণীর পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনিয়ে উপজেলা শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ জানালেও তারা রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এতেকরে  অভিযোগ উঠেছে রণবাঘা কেজি একাডেমীর সাথে যোগসাজশে উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসের কর্মকর্তারা জড়িত থাকায় কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।
শিক্ষার্থীদের শ্রেণীর পাঠদান কার্যক্রম ও কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে কোন রকম স্বাস্থ্য বিধি না মেনে।
এব্যাপারে উপজেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা মোঃ কাইয়ুম হোসেন বলেন, প্রাইভেট স্কুল ও কোচিং বাণিজ্যের সাথে আমাদের কোন যোগসাজশ নাই। শিশু শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর পেয়ে প্রতিষ্ঠান প্রধানদের ডেকে সতর্ক করা হয়েছে। এর পরেও যদি তারা সরকারি নির্দেশনা অমান্য করে ক্লাশ চালু রাখেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে