টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিহাব উদ্দিন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সিহাব উদ্দিন অষ্টম শ্রেণীতে লেখাপড়া করতো।

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৫ টায় উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের ফেরদৌস আলীর ছেলে সিহাব উদ্দিন (১৪) মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে শেখের মাড়িয়া রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাবার পথে তার মৃত্যু ঘটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে