টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরবাইক  আরোহী নূর ইসলাম রকি (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
সে উপজেলার ভাটরা ইউনিয়নের  শশীনগর গ্রামের আব্দুস সালামের ছেলে। নিহত নূর ইসলাম রকি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিলো। রবিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে কুমিড়া পন্ডিতপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রোববার রাত আনুমানিক ৯টার দিকে সে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় কুমিড়া পন্ডিতপুকুর বাজারে ওই মোটরসাইকেলের পিছনে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা নূর ইসলাম (রকি) গুরুতর আহত হয়। আহত অবস্হায় তাকে উদ্ধার করে বগুড়ায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।সেখানে অবস্হার অবনতি ঘটলে তাকে জরুরীভাবে  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেন ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে