টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে মাস্ক ব্যবহার না করায় ১১ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু অনেকেই মাস্ক ব্যবহার করছে না। তা তদারকি করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমন পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় ১১ জনের ২ হাজার ৩শ’ টাকা জরিমানা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার না করায় ১১ জনের জরিমানা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে