টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘায় ‘আবরারিয়া হাশেমিয়া দারুল উলুম’ মাদ্রাসার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় ওই ভিত্তি প্রস্তর স্থাপন করেন নন্দীগ্রাম ২ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী(বারেক)।এ সময় উপস্হিত ছিলেন জমির দাতা আলহাজ্ব আবু হাসনাত হেলাল,নজমুল হক হক্কানি(মোহাদ্দিস বগুড়া জামিল মাদ্রাসা ও খতিব রনবাঘা বাসষ্ট্যান্ড জামে মসজিদ ), অত্র এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ঈমাম- মুয়াজ্জিন ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তি প্রস্তর স্হাপন শেষে মাদ্রাসার উন্নয়নে দোয়া ও মোনাজাত করা হয়।