টিপু সুলতান, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার হয়েছে।
নন্দীগ্রাম থানার এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৩ ডিসেম্বর বিকেলে উপজেলার ধুন্দার গ্রামের পরিমল চন্দ্রের ছেলে প্রলয় চন্দ্র (২০) কে ৩৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। অপরদিকে পুলিশ ৩ ডিসেম্বর দিবাগত রাতে সিআর ওয়ারেন্টমূলে উপজেলার সরিষাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে রয়েল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করে। একই রাতে উপজেলার ইউসুফপুর এলাকা হতে উপজেলার দেওতা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সোহাগ হোসেন (১৯), মনসুর রহমানের ছেলে সুলতান মাহমুদ (১৯), মোশারফ হোসেনের ছেলে সাকিব উদ্দিন (২০) ও শাহজাহান আলীর ছেলে পলাশ হোসেন (২২) কে সন্দেহমূলক গ্রেপ্তার করেছে। ৪ ডিসেম্বর দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।
এ তথ্য নিশ্চিত করেছেন থানার এসআই সুবোধ চন্দ্র রায়।