নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া নন্দীগ্রামে আব্দুল কাদের (৫৬) নামে এক মাছ ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের নিংজানী ভেমরা পুকুরপাড় গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৬ জুলাই) বিকেলে মাছ ব্যবসায়ী আব্দুল কাদের বাড়ি থেকে বের হয়ে রুপিহার বাজারে আসেন। এরপর বাজারে চা পান শেষে, রাতে আর বাড়ি ফিরেনি। পরে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করে। পরদিন সোমবার (২৭ জুলাই) দুপুরে স্থানীয়রা বগুড়া-নাটোর মহাসড়কের পাশে তার মরদেহ দেখতে পায়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে