টিপু সুলতান নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা কেএম মকছেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

কেএম মকছেদ আলী ১০ মে বেলা ২ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না……রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১১ মে সকাল সাড়ে ১০ টায় উপজেলার বৈলগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।এছাড়াও কেএম মকছেদ আলী দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে