টিপু সুলতান, নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

২১শে এপ্রিল বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম। খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে এ উপজেলার ১ হাজার ৮ শ’ ক্ষুদ্র-প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু জানান আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দিচ্ছে। এতে কৃষকরা অনেকটা উপকৃত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে