টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতি নিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে লিটন আহম্মেদ (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ায়। লিটন আহম্মেদ উপজেলার কৈগাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।স্থানীয়রা জানায়, মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১২ টায় নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ার আইয়ুব আলীর বাড়িতে লিটন রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় লিটনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।নন্দীগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।