টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি):

বগুড়ার নন্দীগ্রাম থানার ২নং সদর ইউনিয়নের রনবাঘা বাসষ্ট‍্যান্ডে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে উপজেলার নন্দীগ্রাম ২নংসদর ইউনিয়নের রনবাঘা বাসস্ট‍্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে এলাকার ও বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এতে মুল‍্যবান বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, ২ নং সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আঃ বারী(বারেক), সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোখলেছুর রহমান(মিন্টু), যুবলীগ নেতা মোশাররফ হোসেন (ডলার) প্রমূখ।

এসময় ওসি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদক,সন্ত্রাস,ইভিটিজিং,বাল‍্য বিবাহমুক্ত সমাজ গঠন করতে পারবে না। এতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পুলিশের সাথে একাত্মতা ঘোষনা করে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই সমাজ থেকে এসব বিতাড়িত করা সম্ভব। তিনি তার বক্তব্যে বিট পুলিশ ও কমিউনিটি পুলিশি কার্যকারিতা সম্পর্কে আরও বিশোদ আলোচনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে