টিপু সুলতান,নন্দীগ্রাম,বগুড়া:

বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয় আওয়ামীলীগের একাংশ।

১০ই অক্টোবর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে কুশপুত্তলিকা দাহ করা হয়। এঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা-কর্মী ও স্থানীয় সাধারন মানুষ।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে দায়েরকৃত শতকোটি টাকা আত্মসাতের মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের একাংশ নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ কর্মসূচি পালন শেষে আনোয়ার হোসেন রানার অনুসারীরা বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেনের কুশপুত্তলিকা দাহ করে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম মাষ্টার, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহিন, পৌর বিএপির আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক ফেরদৌস রহমান ফিল্লু, বিএনপি নেতা শাহ মো. আল-হেলাল, সুশান্ত কুমার সরকার শান্ত, বেলায়েত হোসেন আদর, মো. আলেকজান্ডার, আলাউদ্দিন সরকার, আবু বক্কর সিদ্দিক এলআর, আব্দুল হাকিম, মাসুদ রানা মজিদ, শফিকুল ইসলাম, যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, শফিউল আলম সুমন, আব্দুল মজিদ, গোলাম রব্বানী, ছাত্রদল নেতা তারেক রহমান, জুয়েল রানা ও মেহেদী হাসান প্রমুখ।

উল্লেখ্য, শতকোটি টাকা আত্মসাৎ করার ঘটনায় আনোয়ার হোসেন রানাসহ ৫ জনের বিরুদ্ধে গত ৫ই অক্টোবর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করে বগুড়া শহরের কাটনারপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সেখ সরিফ উদ্দিনের স্ত্রী দেলওয়ারা বেগম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে