টিপু সুলতান, নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ঢাকইর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার নামুইট গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে ঢাকইর গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। বরযাত্রীসহ আমন্ত্রিত অতিথিদের বরণে বিয়ে বাড়িতে সব প্রস্তুতিও সম্পূর্ণ ছিল। পরে এলাকাবাসীর মাধ্যমে বাল্যবিয়ের খবর পেয়ে সন্ধ্যায় কনের বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলামসহ একদল পুলিশ । এ সময় তিনি বাল্যবিয়ের সব আয়োজন বন্ধ করে দেন। পরে এলাকাবাসীর উপস্থিতিতে নাবালক মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে ওই ছাত্রীর বাবার থেকে মুচলেকা আদায় করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে