নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে আমন ধান রোপনকালে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নাটোর জেলার সিংড়া উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বাঁকাইকুড়ি গ্রামের আবু হানিফের ছেলে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রাম পূর্ব মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈলগ্রামের শুকুর আলীর আমন ধানের জমি রোপনের কাজ নেয় তারা। সে মোতাবেক তারা সোমবার সকাল থেকে বৈলগ্রাম পূর্ব মাঠের ভেতর জমি রোপনের কাজ শুরু করে। এমতাবস্থায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে কৃষি শ্রমিক সাদ্দাম হোসেন মারা যায়।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।